Pages

Wednesday, September 12, 2012

খুব সহজেই লক করুন আপনার কম্পিউটারের যেকোনো ফোল্ডার



অনেক কাজে আমাদের অনেক সময় ফোল্ডার লক করার প্রয়োজন পড়ে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফোল্ডার লকার, যার নাম কিনা folder protector. এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজেই যেকোনো ফোল্ডার লক করতে পারেন। এই সফটওয়্যারটি ব্যবহার করা খুব সহজ, প্রথমেই আপনাকে এই সফটওয়্যারটি এই লিঙ্ক  থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর
আপনি যেই ফোল্ডার লক করতে চান সে ফোল্ডারে এই সফটওয়্যারটি কপি করে পেস্ট করুন। এবার সফটওয়্যারটি ওপেন করুন এবং আপনি যেই পাসওয়ার্ড দ্বারা আপনার ফোল্ডারটি লক করতে চান সেই পাসওয়ার্ডটি লিখুন। এবার আপনার ফোল্ডারের সব ফাইল হাইড হয়ে যাবে। আপনার ডকুমেন্ট গুলো আবার দেখতে সফটওয়্যারটি ওপেন করে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি লিখে unprotect এ ক্লিক করুন। এই পদ্ধতিতে আপনি আপনার যেকোনো ফোল্ডার লক করে রাখতে পারেন।

0 comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
 
^ Back to Top