Pages

Tuesday, October 23, 2012

সকল মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জেনে নিন !!!


গ্রামীনফোন  ইন্টারনেট : 
প্রথমে আসি গ্রামীন ফোন এ কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন দেশের প্রধান মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীন ফোন ইন্টারনেট ব্যবহারের জন্য নানা পেকেজ এর অপশন রেখেছে  এসবের মধ্যে মাসিক, পাক্ষিক এবং ডেইলি পেকেজও আছে  মাত্র ৭ টাকায়  আপনি ব্যবহার করতে পারেন আন লিমিটেড ইন্টারনেট  এছাড়াও গ্রামীন ফোন এর সকল পেকেজ এর লিস্ট দেখতে পাবেন আপনার মোবাইল এ  এজন্য ডায়াল করুন  *১১১*৬*১#  এ কোড  ডায়াল করে আপনি P1, P2 ,P3, P4, P5, P6 এবং মিনিপ্যাক পেকেজগুলো  দেখতে পাবেন ... 
 ১। P1 (পে পার ইউজ) যতটুকু ব্যবহার ততটুকু বিল 
২। P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ  ৯০০ টাকার মত 
৩। P3 (আনলিমিটেড নাইট ) রাত ১২টা  থেকে সকাল  ১০টা, মাসিক  বিল ২৫০টাকা 
৪। P4 (ডেইলি প্যাক ) ১৫০ মেগাবাইট প্রতিদিন, ভ্যাট সহ বিল ৭০ টাকার মত 
৫। P5 (৩জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৭০০ টাকার মত
৬। P6 (১জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৩৫০ টাকার মত 
৭। মিনিপ্যাক  (১৫ এমবি) ১৫ দিনে ২৯ টাকা
৮। মিনিপ্যাক (৯৯ এমবি) ১৫ দিনে ৯৯ টাকা
৯। মিনিপ্যাক (৩ এমবি)  ৩ দিনে ৯ টাকা
১০।মিনিপ্যাক  (১ এমবি) ৩ দিনে ৩ টাকা
 আপনি যে পেকেজ ব্যবহার করতে চান তার কোড  লিখে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বার এ বেস হয়ে গেল আপনার ইন্টারনেট ব্যবহারের প্রথম কাজ, এরপর একটি কনফার্ম মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবেন  আপনি চাইলে আবার কেনসেল ও করতে পারবেন এজন্য স্টপ লিখে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বার এ  প্রতিদিন মিনিপেক ব্যবহার করতে চাইলে *১১১*৬*১# লিখে সেন্ড করুন, ১০ লিখে  রিপ্লাই দিন, আপনার ৩ দিনের জন্য  ৩ টাকা চার্জ কেটে নিবে, ১ এমবি ব্যবহার শেষ হয়ে গেলে আপনার প্রতি  .০১/১০কেবি হারে চার্জ কাটবে ।  ৩ দিন পর আপনার মোবাইল এ ৩ টাকা না থাকলে আপনার পেকেজ ডিএকটিভেট হয়ে যাবে, আর  বেলেন্স থাকলে সয়ংক্রিয়ভাবে পরবর্তী ৩ দিনের জন্য পেকেজটি আবার  একটিভ হয়ে যাবে । 

বাংলালিঙ্ক ইন্টারনেট :
 পেকেজ বাছাই করতে একইভাবে নিচের অপশন গুলো দেখুন :

১। P1 (পে পার ইউজ) যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রতি  .০২/১কেবি
২। P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ ৭০০ টাকার মত 
৩। P3 (আনলিমিটেড নাইট ) রাত ১২টা  থেকে সকাল  ১০টা মাসিক বিলভ্যাট সহ ৩৫০ টাকার মত 
৪। P4 (ডেইলি প্যাক ) ২০০ মেগাবাইট প্রতিদিন
৫। P5 (100 মেগাবাইট) মাসিক ভিত্তিতে ব্যবহারযোগ্য 
৬। P6 (১জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৩০০ টাকার মত 
৭। P7 (১৫ মেগাবাইট - প্রতিদিন )
৮। P8 (৫০ মেগাবাইট - সাপ্তাহিক ) 
৯। P9 (৩ মেগাবাইট- প্রতিদিন
১০।P10 (২ মেগাবাইট-প্রতিদিন
১১ P11 (প্রতিদিন-সকাল আনলিমিটেড)
১২। P12 (সাপ্তাহিক আনলিমিটেড
১৩P13 (মাসিক-সকাল আনলিমিটেড
 মেগাবাইট চেক করতে ডায়াল  করুন *222*3#
 নির্ধারিত এমবি ব্যবহার শেষ হয়ে গেলে আপনার প্রতি  .০২/০১কেবি হারে চার্জ কাটবে 
 আপনি যে পেকেজ ব্যবহার করতে চান তার কোড  লিখে পাঠিয়ে দিন 3343 নাম্বার এ বেস হয়ে গেল আপনার ইন্টারনেট ব্যবহারের প্রথম কাজ, এরপর একটি কনফার্ম মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবেন 

রবি ইন্টারনেট : 
রবি ইন্টারনেট পেকেজ বাছাই করতে  নিচের অপশন গুলো দেখুন :১। মিনিপ্যাক - ২০০মেগাবাইট,  ৫৫টাকা + ভ্যাট,  একটিভেট করতে ডায়াল করুন *8444*81#  ১ দিন মেয়াদ
২। মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ২০ টাকা + ভ্যাট,  একটিভেট করতে *8444*20# ডায়াল করুন,  ৭ দিন মেয়াদ
৩। মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০ টাকা + ভ্যাট,  একটিভেট করতে *8444*80#  ডায়াল করুন, ১ দিন মেয়াদ
৪।  মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০টাকা + ভ্যাট,  একটিভেট করতে *8444*10# ডায়াল করুন, ১০ দিন মেয়াদ
৫।  মিনিপ্যাক - ১০০ মেগাবাইট,  ১০০ টাকা  +  ভ্যাট, একটিভেট করতে *8444*30# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ
৬।  মিনিপ্যাক - ১ জিবি  ৩১৬ টাকা, একটিভেট করতে *8444*85# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ
৭।  মিনিপ্যাক - ৩ জিবি ৫১৭ টাকা, একটিভেট করতে *8444*84# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ
৮।  মিনিপ্যাক - ৫ জিবি ৭৪৭.৫০ টাকা, একটিভেট করতে *8444*82# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ



এবার আসুন  এয়ারটেল ইন্টারনেট পেকেজ সম্পর্কে জানি...

এয়ারটেল  ইন্টারনেট : 
১। মিনিপ্যাক - ২০ মেগাবাইট,  ২০ টাকা  + ভ্যাট  + এসএমএসচার্জ .  একটিভেট করতে লিখুন WPL and sent to ৫০০০,  মেয়াদ  ৭ দিন
২। মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ৩০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ,  একটিভেট করতে লিখুন WPL and sent to ৫০০০  মেয়াদ  ১৫ দিন
৩। মিনিপ্যাক - ৫৫ মেগাবাইট, ৫০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ,  একটিভেট করতে লিখুন WPM and sent to ৫০০০  মেয়াদ  ৭ দিন
৪।  মিনিপ্যাক -  ১২০ মেগাবাইট, ৯৯টাকা + ভ্যাট + এসএমএসচার্জ,  একটিভেট করতে লিখুন FPM and sent to ৫০০০,  মেয়াদ ১৫ দিন
৫।  মিনিপ্যাক - ১০ মেগাবাইট,  ১০ টাকা  +  ভ্যাট + এসএমএসচার্জ,  একটিভেট করতে লিখুন, একটিভেট করতে Type P9 and sent to ৫০০০,  মেয়াদ ২ দিন 
৬।  মিনিপ্যাক - ১৫০মেগাবাইট,  ৫০ টাকা  +  ভ্যাট + এসএমএসচার্জ,  একটিভেট করতে লিখুন P4 and sent to ৫০০০,  মেয়াদ ২ দিন
৭।  মিনিপ্যাক - ১ জিবি, ২৭৫ টাকা+  ভ্যাট + এসএমএসচার্জ,  একটিভেট করতে লিখুন P6 and sent to ৫০০০,  মেয়াদ ৩০ দিন 
মেগাবাইট চেক করতে ডায়াল  করুন  *778*4#


আসুন এবার জেনে নেয়া যাক আমাদের দেশী কোম্পানি টেলিটক সম্পর্কে ...

টেলিটক  ইন্টারনেট : 
টেলিটক সাম্প্রতিক চালু করেছে থ্রি জি প্রযুক্তির ইন্টারনেট সেবা, যা  প্রজন্ম পেকেজ হিসেবে পরিচিত  পেকেজটির  মাধ্যমে পাওয়া যাবে

জেনে নেই প্রজন্ম পেকেজ এর মাধ্যমে থ্রি জি ইন্টারনেট চালুর পদ্ধতি

সংযোগ ফি - ৯০০ টাকা
সাথে ১ জিবি ইন্টারনেট ফ্রি

শুধুমাত্র প্রজন্ম সংযোগ ক্রয়ের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন টেলিটক এর থ্রি জি প্রযুক্তির ইন্টারনেট সেবা।

এছাড়াও সাধারণ টেলিটক গ্রাহক দের জন্য নিচের ইন্টারনেট পেকেজ গুলো ও রয়েছে

১। নো ইউজ নো পে, একটিভেট করতে reg লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
২। ২৫০ টাকায় ১ জিবি, একটিভেট করতে m01g লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৩।  ১০ মেগাবাইট ৮ টাকা প্রতিদিন,  একটিভেট করতে d10m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৪।  ৫০ মেগাবাইট ৪০ টাকায় ৭ দিন,  একটিভেট করতে w50m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৫।  শুধুমাত্র রাতে ১০০ মেগাবাইট ৮০ টাকায়  ১৫ দিন,   একটিভেট করতে f100m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৬। আনলিমিটেড ইন্টারনেট পেতে unl  লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৭।  প্রতিদিনের আনলিমিটেড ইন্টারনেট পেতে  dunl লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
মেগাবাইট চেক করতে u লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে


সিটিসেল  ইন্টারনেট :
এবার আসি সিটিসেল সম্পর্কে জানতে,  সিটিসেল এর ইন্টারনেট সেবা তুলনামূলকভাবে অনেক ভালো  হলেও সবচেয়ে বড় সমস্যা  সিটিসেল এর নেটওয়ার্ক দেশের আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায়না

ZOOM ULTRA এর প্রি পেইড পেকেজ গুলো  নিচে দেখানো হলো
১। Ultra 1 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ৮০০ মেগাবাইট - ১ জিবি  - ২৭৫ টাকায় - প্রতি কিলোবাইট  .০০০১ করে
২। Ultra 2 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ১.৫ জিবি - ৩ জিবি - ৮০০ টাকায় - প্রতি কিলোবাইট  .০০০১ করে
৩। Ultra 3 -৫১২ কিলোবাইট পার সেকেন্ড- ১.৫ জিবি   - ২ জিবি - ১৮০০ টাকায় - প্রতি কিলোবাইট  .০০০১ করে
৪। Ultra  4 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ২০০ মেগাবাইট প্রতিদিন  - ৪ টাকায় - প্রতি মিনিট .৫০ করে
৫। Ultra  5 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- আনলিমিটেড  রাত ১টা থেকে  সকাল ৮টা  - ২৭৫ টাকায়
৬। Ultra  6 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ৪০০ টাকায়  - ১.৫ জিবি   - ২ জিবি -  প্রতি কিলোবাইট  .০০০১ করে
৭।  Ultra  7 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ৫০০ টাকায়  - ৮০০ মেগাবাইট   - ১.৫ জিবি -  প্রতি কিলোবাইট  .০০০১ করে
৮। Ultra  8 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ৪২৫ টাকায়  - আনলিমিটেড  রাত ১টা থেকে  সকাল ৯টা  - প্রতি মিনিট .৫০ করে
আপনি যে পেকেজ টি ব্যবহার করতে চান তার কোড  লিখে পাঠিয়ে দিন ৯৬৬৬ নাম্বারে । আর কনফার্মেশন মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । 

Thursday, October 04, 2012

আপনার কম্পিউটারকে রকেটের মতো স্পীড করেন নিন ছোট একটি সফটওয়্যার দিয়ে ।

আপনার এখন আর কম্পিউটারে বসে থাকতে ভালো লাগেনা ।কেনান নতুনভাবে উইন্ডোজ দেবার পর ভালই চলে কিন্তু ২-৩ মাস হয়ে গেলে কম্পিউটার গরুরগাড়ি হয়ে যায় । সারাদিন ধরে রিফ্রেশ করলেও কম্পিউটার আর পাতলা এর জন্য কতই না সফটওয়্যার ব্যবহার করি কিন্তু কাজ আর হয়না । কেও ব্যবহার করি টেম্পরারি ডিলিট ,ছি-ক্লিনার ,এডভান্স সিস্টেম কেয়ার ,ঝারুদার ,রেম ক্লিনার ইত্যাদি । সারাদিন কম্পিউটার এ কাজ না করে সুধু কম্পিউটার পরিস্কার করি কিন্তু যে গরুরগাড়ি সেই গরুরগাড়িই থাকে । আমি আজ আপনাদের এই সমস্যার সমাধান দিবো এবং আপনাদের গরুরগাড়ি কম্পিউটারকে রকেট বানিয়ে দিবো । সফটওয়্যার টির নাম প্লাটিনাম গার্ড ।এই সফটওয়্যার খুবই ভালো এবং এইটি মাইক্রোসফট কোম্পানির একটি সফটওয়্যার । কিন্তু দুক্ষের বিষয় হলো বর্তমানে এই সফটওয়্যার বাজারে পাওয়া যাচ্ছে না । মন খারাপ করবেন না ।কারণ এই সফটওয়্যারটি আমার কাছে ফুল ভার্সন আছে । আমি এই দুই মেগাবাইট এর সফটওয়্যার টি মিডিয়াফায়ার এ আপলোড করে দিয়েছি । আপনারা ডাউনলোড করে নিবেন । ডাউনলোড করার পর সফটওয়্যার টিকে ইনস্টল দিবেন তারপর রান করবেন । তারপর Start Smart Cleaning Process এ ক্লিক করুন ও ইয়েস বাটনে চাপ দিন । বাস আপনার কম্পিউটার এখন পুরোপুরি পরিস্কার হয়ে গেছে । এই সফটওয়্যার নিম্নলিখিত কাজগুলো সয়ংক্রিয়ভাবে করবে । ইন্টারনেটের এর যে সকল কাজ করবে
1 Internet Explorer Cash পরিস্কার করবে
2 Internet Explorer Cookies পরিস্কার করবে
3 Internet Explorer History পরিস্কার করবে
1 Mozilla Firefox Cash পরিস্কার করবে
2 Mozilla Firefox Cookies পরিস্কার করবে
3 Mozilla Firefox History পরিস্কার করবে
1 Google Chrome Cash পরিস্কার করবে
2 Google Chrome Cookies পরিস্কার করবে
3 Google Chrome History পরিস্কার করবে
1 Opera Mini Cash পরিস্কার করবে
2 Opera Mini Cookies পরিস্কার করবে
3 Opera Mini History পরিস্কার করবে
কম্পিউটার এর যে সকল কাজ করবে
1 Windows Temporary Files পরিস্কার করবে
2 Local Temporary File পরিস্কার করবে
3 System Restore File পরিস্কার করবে
4 Recycle Bin পরিস্কার করবে
5 Clipboard Content পরিস্কার করবে
6 Windows DNS Cashes পরিস্কার করবে
7 Recent & Save Lest পরিস্কার করবে
8 Recent Documents List পরিস্কার করবে
9 Run Menu List পরিস্কার করবে

সফটওয়্যারটি এখানথেকে ডাউনলোড করুন
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
 
^ Back to Top