Pages

Saturday, September 29, 2012

আপনার চোখের যত্ন নিন এফ.লাক্স সফটওয়্যার ব্যবহার করে

কম্পিউটার ব্যবহার কারীরাই জানেন কম্পিউটার স্ক্রীন এর আলো আমাদের চোখের জন্য কতটা ক্ষতির কারণ। চোখে ঝাপসা দেখা থেকে শুরু করে চোখ ব্যাথাও হয়ে যায় এই কম্পিউটারের আলোর মাধ্যমে।
আজ আপনাদের যে সফটওয়্যার টি উপহার দেব তার মাধ্যমে সয়ংক্রিয় ভাবে
আপনার কম্পিউটার স্ক্রীন এর আলো বাড়বে কিংবা কমবে।
অথ্যাৎ সকালে এর ব্রাইটনেস হবে এক রকম তো বিকালে আরেক রকম। মূল কথা এই সফটওয়্যারটি দিনের বেলায় ব্রাইটনেস বেশি এবং রাতের বেলা আপনার কম্পিউটার স্ক্রীনের ব্রাইটনেস কম রাখতে সাহায্য করবে। ছোট এই সফটওয়্যারটি (৫৩০ কেবি) আপনার কাজে লাগবে আশা করছি। সফটওয়্যারটির নাম হলো-  F.lux । এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন 
তবে লক্ষ্যণীয় যে, আপনি নতুন চশমা নিলে যে রকম প্রথম প্রথম সমস্যা হয় ঠিক তেমনি এ সফটওয়্যারটির দ্বারাও প্রথম প্রথম একটু অস্বস্তীতে পড়তে পারেন। দু এক দিন পর ঠিক হয়ে যাবে।আগে এ টিউনটি হয়ে থাকলে ক্ষমা করবেন। কেননা আমি আজকেই একটি ইংরেজী ব্লগে এটির সন্ধান পেলাম আর সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করলাম

Tuesday, September 25, 2012

নিরাপদ রাখুন আপনার ফেসবুক

ফেসবুকে অপরিচিত বন্ধুদের মাধ্যমে প্ররোচিত হয়ে সন্দেহজনক লিংকে ক্লিক করলে ফেসবুক হ্যাকিং হতে পারে। তবে নিরাপত্তাব্যবস্থা শক্ত করে হ্যাকিংয়ের আশঙ্কা দূর করা যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা সবল না দুর্বল তা আপনি যাচাই করে নিতে পারেন। জন্য ফেসবুকে লগইন করে      www.facebook.com/update_security_info.php?wizard= 1&src=netego ঠিকানায় যান। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা সবল হয় তাহলে Strong (সবুজ রং চিহ্নিত) লেখা থাকবে। যদি নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয় তাহলে low (লাল রং চিহ্নিত) লেখা থাকবে। রকম নিরাপত্তাব্যবস্থা সবল করার জন্য আপনাকে তিনটি অপশন দেওয়া হবে। প্রথম অপশন থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টে একাধিক মেইল যোগ করবেন। দ্বিতীয় অপশনে ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল ফোন নম্বর যোগ করতে হবে। তৃতীয় অপশনে নিরাপত্তা প্রশ্ন যোগ করুন। মনে রাখবেন, হ্যাকাররা সাধারণত প্রথমে -মেইল আইডি হ্যাক করার চেষ্টা করে। ওই ধাপগুলো পূরণ করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হলেও তা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে। ছাড়া ওপরে ডানে Account /Account Settings/Account Security- অপশনে গিয়ে ডান পাশের change অপশনের চেকবক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে সেভ করুন। এরপর থেকে ফেসবুকে লগইন করলে Name New Computer নামে একটি পেজ আসবে। এখানে কম্পিউটারের যেকোনো একটি নাম দিয়ে Continue বাটনে ক্লিক করুন। এখন থেকে আপনার ফেসবুক আইডি লগইন করলে আপনার -মেইল এবং মোবাইল নম্বরে (যদি মোবাইল অপারেটর ফেসবুক এসএমএস সাপোর্ট করে) একটি বার্তা আসবে। ওই বার্তাতে লেখা থাকবে সর্বশেষ কখন কোন সময় কোন নাম দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগইন করা হয়েছে। যদি আপনি ওই নাম দিয়ে ফেসবুকে লগইন করে না থাকেন, তাহলে দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড বদলে ফেলুন। নিরাপত্তার জন্য আপনি আরও কিছু বিষয় খেয়াল করতে পারেন। যেমন, ফেসবুকে কেউ আপনাকে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করতে বললে সে লিংকে ক্লিক করবেন না। ফেসবুক প্রোফাইলে অপ্রয়োজনীয় অথবা সন্দেহজনক কোনো Application যোগ করবেন না। ফেসবুক Application কিছু কিছু স্প্যাম ছড়িয়ে দিতে ভূমিকা রাখে আপনার প্রোফাইলে যোগ করা এর তালিকা account/privacy settings/edit your settings (application and website) অপশনে গিয়ে দেখতে পারবেন। এখানে app you use ট্যাবের Remove অপশনে ক্লিক করুন এবং সন্দেহজনক Application তালিকা থেকে বাদ দিয়ে দিন। 

 তথ্যসুএ: প্রথমআলো-খালেদ মাহমুদ খান

ডাউনলোড করুন সংগ্রহে রাখার মত কিছু ইসলামিক ই-বুক


আজ আপনাদের জন্য নিয়ে এলাম সংগ্রহে রাখার মত কিছু ইসলামিক ই-বুক।
আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বই গুলোর নাম ও ডাউনলোড লিঙ্ক।







এসো জানি নবীর বানী-ডাউনলোড লিঙ্ক
এসো নামায পড়ি -ডাউনলোড লিঙ্ক
হজ্জের হাকিকত -ডাউনলোড লিঙ্ক
পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য-ডাউনলোড লিঙ্ক
মোরা বড় হতে চাই-ডাউনলোড লিঙ্ক

ডাউনলোড করে নিন কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2012 সংখ্যা


এখান থেকে ডাউনলোড করে নিন

Monday, September 24, 2012

কুমিল্লা বিশ্ববিদ্যালয়


  • ভর্তি পরীক্ষা : ভর্তি পরীক্ষা হবে ১৫ ও ১৬ নভেম্বর
  • আবেদনের তারিখ: ০৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর, ২০১২
  • আবেদন ফি: আবেদন ফি ৫০০ টাকা এবং সার্ভিস চার্জ ৫০ টাকা।
  • ভর্তি যোগ্যতা: বিজ্ঞান শাখা থেকে মোট জিপিএ ৭.৫০(পৃথকভাবে ৩.৫০),মানবিক শাখা  থেকে মোট জিপিএ ৭.০০(পৃথকভাবে ৩.০০),বিজ্ঞান থেকে মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ৩.৫০), বাণিজ্য শাখা থেকে মোট জিপিএ ৭.০০(পৃথকভাবে ৩.৫০) পেতে হবে। উপরে উল্লেখিত ভর্তি যোগ্যতার জিপিএ পয়েন্ট চতুর্থ বিষয়সহ পেতে হবে।
  • বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.cou.ac.bd/images/admissiontest/admission_advertisement.pdf

বলিউডের সর্বোচ্চ আয়করদাতা সালমান 

এবছরে মুক্তি পাওয়া সিনেমা এক থা টাইগার ইতোমধ্যে ঘরে তুলেছে প্রায় দুইশ’ কোটি রুপি। এর মাধ্যমে বলিউডি অভিনেতা সালমান খানের এবছরের উপার্জন ভালোই হয়েছে বলতে হবে। কারণ, পাক্কা আট কোটি রুপি ইতোমধ্যে জমা দিয়ে ২০১২ সালের আয়করদাতার তালিকায় বলিউডি অভিনয় শিল্পীদের মধ্যে তার নামটাই শীর্ষে উঠালেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার। ৪৬ বছর বয়সি এই অভিনেতা গত বছর পরিশোধ করেছিলেন পাঁচ কোটি রুপির আয়কর। এবারের আয়করের পরিমাণ তার থেকে তিন কোটি বেশি হলেও বরাবরের মতোই তা আগেভাগেই শোধ করে দিলেন ‘দাবাং’ এবং ‘বডিগার্ড’ খ্যাত এই অভিনেতা। এক থা টাইগার-এ সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। তাকেও আয়কর পরিশোধ করতে হয়েছে। তবে সালমানের তুলনায় তা নেহাতই কম; সাকুল্যে দুই কোটি ৬০ লাখ রুপি। বলিউডে সালমানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত শাহরুখ খান পরিশোধ করেছেন পাঁচ কোটি রুপির আয়কর। ওদিকে আরেক খান, আমির পরিশোধ করেছেন ৩ কোটি ২৫ লাখ রুপি। আয়করের পরিমাণের দিক দিয়ে এবছর সালমানের পরের স্থানটিতেই রয়েছেন অক্ষয় কুমার। সাড়ে সাত কোটি রুপির কর অগ্রীম পরিশোধ করেছেন তিনি। আর শাহরুখ খানের মতো পাঁচ কোটি রুপি দিয়েই এবারের আয়কর পরিশোধ করতে পেরেছেন অমিতাভ বচ্চন। অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর পরিশোধ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ বছরই তার প্রথম সন্তান জন্ম দেয়া এই অভিনেত্রী দিয়েছেন তিন কোটি রুপি। ওদিকে সাইফ আলি খানের হবু বধূ কারিনা কাপুর জমা দিয়েছেন দুই কোটি ২০ লাখ রুপি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সাব্বির/ওএস/এইচবি/সেপ্টেম্বর ১৯/১২


নাসির হুসেইনের বাংলোতে উঠবেন ইমরান

 প্রয়াত বলিউডি পরিচালক নাসির হুসেইনের অর্ধশতকের পুরোনো পালি হিলের বাড়ির মালিক হচ্ছেন তার নাতি বলিউডি অভিনেতা ইমরান খান মুম্বাইয়ের পালি হিল এলাকার অন্যতম সম্ভ্রান্ত বাড়িটিতে ইমরান তার স্ত্রী অবন্তিকা এবং মা নুজহাতকে নিয়েই থাকবেন বলে জানা গেছে খবর টাইমস অফ ইন্ডিয়ার


গেলো দুবছর ইমরান এবং অবন্তিকা হিল রোডে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে উঠেছিলেন সেই সময় বাংলোটির কিছু সংস্কারের কাজ করা হচ্ছিল একটি সূত্র জানায়, ইমরান তার পরিবার নিয়ে দিওয়ালির সময়ই তার নানার বাংলোতে উঠবেন

অর্ধশতকের পুরোনো বাংলোটিতে নাসির আধুনিক সবধরনের ব্যবস্থাই রেখেছিলেন বাংলোতে রয়েছে একটি সোলার প্ল্যান্ট এবং একটি সুইমিং পুল বলিউডি অভিনেতামি. পারফেকশনিস্টআমির খানের অধিকাংশ পার্টিগুলো বাংলোতেই হতো

এদিকে ইমরানের সঙ্গে বিয়ের পর আবন্তিকা প্রথমবারের মতো বাংলোতে উঠছেন আর নিয়ে তিনি দারুণ আনন্দিত আর তাই নতুন বাড়িতে ওঠার খুশিতে একটি পার্টি দেবার পরিকল্পনা করছেন তিনি


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/ওএস/এইচবি/সেপ্টেম্বর ২৩/১২
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
 
^ Back to Top