Pages

Saturday, September 29, 2012

আপনার চোখের যত্ন নিন এফ.লাক্স সফটওয়্যার ব্যবহার করে

কম্পিউটার ব্যবহার কারীরাই জানেন কম্পিউটার স্ক্রীন এর আলো আমাদের চোখের জন্য কতটা ক্ষতির কারণ। চোখে ঝাপসা দেখা থেকে শুরু করে চোখ ব্যাথাও হয়ে যায় এই কম্পিউটারের আলোর মাধ্যমে।
আজ আপনাদের যে সফটওয়্যার টি উপহার দেব তার মাধ্যমে সয়ংক্রিয় ভাবে
আপনার কম্পিউটার স্ক্রীন এর আলো বাড়বে কিংবা কমবে।
অথ্যাৎ সকালে এর ব্রাইটনেস হবে এক রকম তো বিকালে আরেক রকম। মূল কথা এই সফটওয়্যারটি দিনের বেলায় ব্রাইটনেস বেশি এবং রাতের বেলা আপনার কম্পিউটার স্ক্রীনের ব্রাইটনেস কম রাখতে সাহায্য করবে। ছোট এই সফটওয়্যারটি (৫৩০ কেবি) আপনার কাজে লাগবে আশা করছি। সফটওয়্যারটির নাম হলো-  F.lux । এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন 
তবে লক্ষ্যণীয় যে, আপনি নতুন চশমা নিলে যে রকম প্রথম প্রথম সমস্যা হয় ঠিক তেমনি এ সফটওয়্যারটির দ্বারাও প্রথম প্রথম একটু অস্বস্তীতে পড়তে পারেন। দু এক দিন পর ঠিক হয়ে যাবে।আগে এ টিউনটি হয়ে থাকলে ক্ষমা করবেন। কেননা আমি আজকেই একটি ইংরেজী ব্লগে এটির সন্ধান পেলাম আর সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করলাম

0 comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
 
^ Back to Top